Home » উদ্বোধন হলো র‍্যানকনের নতুন ব্র্যান্ড অ্যাস্ট্রা

উদ্বোধন হলো র‍্যানকনের নতুন ব্র্যান্ড অ্যাস্ট্রা

কর্তৃক W3zN1eHJfkU
0 মন্তব্য 251 ভিউজ

উদ্বোধন হলো র‍্যানকনের নতুন ব্র্যান্ড অ্যাস্ট্রা র‍্যানকন ইলেকট্রনিকস লিমিটেডের ভোক্তা ইলেকট্রনিকস পণ্য অ্যাস্ট্রার উদ্বোধন হয়েছে। সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পণ্যটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অ্যাস্ট্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, র‍্যানকন ইলেকট্রনিকস লিমিটেডের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সামিউর রহমান, বিপণন বিভাগের প্রধান নউশীন রহমানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রুপটির পরিচালক এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরিবেশকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0

রিলেটেড পোস্ট

মতামত দিন