ভিয়েনতিয়েনে গত ২৭ মার্চ লাওসের বিপক্ষে দুর্দান্ত খেলেই ড্র করেছিল বাংলাদেশ। প্রশংসিত হয়েছিলেন অ্যান্ড্রু ওর্ড। বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন ভালো কোচ এসেছেন—এমন তৃপ্তিও ঝরেছিল অনেকের কণ্ঠে। কিন্তু সেই ওর্ডই এখন ছেড়ে দিচ্ছেন দায়িত্ব। থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব এয়ারফোর্স ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন এই অস্ট্রেলীয়। তিনি একা নন, তাঁর সঙ্গে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ওয়েলশ গোলরক্ষক কোচ জেসন ব্রাউনও।
পূর্ববর্তী পোস্ট