একসময় বৈশাখ মানেই ছিল মেলা। বৈশাখী মেলা। খোলা মাঠে থরে থরে সাজানো মাটির পুতুল, কাচের চুড়ি, রঙিন ফিতা, হাওয়াই মিঠাই, বায়োস্কোপ আর নাগরদোলা। মা-বাবার হাত ধরে ছোট্ট শিশুর মেলাজুড়ে টইটই। ফেরার পথে এক হাতে মিছরির তৈরি একটা হাতি নয়তো ঘোড়া। গ্রামের দিকে টিকে থাকলেও শহুরে জীবনে এমন মেলা এখন বলতে গেলে উধাও। এই বৈশাখী মেলা সবচেয়ে বেশি আকর্ষণ করে শিশুদের, আর বায়নাও তাদের সবচেয়ে বেশি।
পূর্ববর্তী পোস্ট