‘পয়লা বৈশাখ, চারদিকে কত উজ্জ্বল রং, তখন কি আর দুটি রঙে নিজেকে বেঁধে রাখা যায়? তাই এই দিনটায় বর্ণিল পোশাকে রঙিন সাজটাই আমার বেশি পছন্দ।’ বাংলা নববর্ষের সাজপোশাক নিয়ে এই কথাগুলোই বললেন অভিনেত্রী জয়া আহসান।
পোশাকের সঙ্গে গয়না পরতে ভালোবাসেন জয়া আহসান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের তৈরি গয়নার প্রতি একটা টান রয়েছে তাঁর। ভালোবাসেন বিভিন্ন ধরনের উজ্জ্বল বিডস আর রুপার গয়না। বৈশাখে সবার জন্য কমবেশি উপহার কিনে থাকেন। এই কেনাকাটাটা দেশেই করেন। এ জন্য আড়ং, দেশাল, বিশ্বরঙ তাঁর পছন্দ।
সাজে সহজাত ভাব বা লুক রাখতে পছন্দ করেন। তবে লিপস্টিকে গাঢ় রং তাঁর পছন্দ। সব সময় নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। যেমন ফটোশুটের সময় সাদাকালো চেক শাড়ির সঙ্গে পরলেন হাতাকাটা ব্লাউজ। পায়ে কালো জুতা। গলায় ফুলের চোকার আর দুই হাতে রুপার চুড়িতেই অনন্য হয়ে উঠলেন জয়া। কিংবা হাওয়াই মিঠাই রঙের শাড়ির কথাই ধরি। দেশালের একরঙা এই তাঁতের শাড়ির সঙ্গে জয়া পরলেন একটু ঢিলেঢালা অনেকটা শার্টের কাটে তৈরি ব্লাউজ। কাপড়ে সাইকেল মোটিফের নকশা। ঠোঁটে বেগুনি লিপস্টিক, চোখে রোদচশমায় ব্যতিক্রমী জয়া।